Islamia High School

ইসলামিয়া হাই স্কুল

১৩১/১ হাউজিং এষ্টেট, রূপনগর, ব্লক-ট, সেকশন-৬, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬ ।

বিদ্যালয়ের ইতিবৃত্ত:

ইসলামিয়া হাই স্কুলের রূপকল্প

৬ নং সেকশনের ট—ব্লক ঝিলপাড় সংলগ্ন একটি এলাকা । এ এলাকায় বসবাস করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা , শহীদ পরিবার ও পাকিস্তান প্রত্যাগত সরকারী কর্মকর্তা ও কর্মচারী ।১৯৭৮ সালে ট—ব্লকের মধ্যবতীর স্থানে প্রাইমারী স্কুল প্রতিষ্ঠা করে এ সকল পরিবারের ছেলে—মেয়েদের শিক্ষার প্রাথমিক পাঠ শুরু করা হয় । ১৯৭৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বিদ্যালয়টি বেসরকারী ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে । ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা অনেক সরকারী দপ্তরে উচু পদে, ডাক্তার, ইজ্ঞিনিয়ার ,ব্যাংকার, বাংলাদেশ আর্মি এর উচ্চ পদে চাকুরীরত । আমরা যাঁরা প্রতিষ্ঠালগ্ন থেকে ছিলাম তাঁদের অধিকাংশ পরপারে চলে গেছেন । তাঁদের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করছি । ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়টি এলাকাবাসিদের সার্বিক সহযোগীতা ও তাঁদের দ্বারা গঠিত কমিটি কতৃর্ক পরিচালিত হতো।
আস্তে আস্তে এ এলাকায় রূপনগর হাউজিং এর ৫৫টি প্লট উন্নয়ন করে বরাদ্ধ প্রদান করা হয়। ফলে এলাকার লোক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এলাকাবাসীর সাধারন সভায় ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়কে ১৯৯৫ সালে ইসলামিয়া হাই স্কুলে উন্নীত করে কার্যক্রম শুরু করা হয়। ২০০২ সালে সরকার কর্তৃক জুনিয়ার হাই স্কুল হিসেবে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়। পর্যায়ক্রমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বিদ্যালয়টিকে পূর্ন মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি দান করে। বর্তমানে পূর্বের কারীকুলাম অনুযায়ী মানবিক, বিজ্ঞান ও বানিজ্য বিভাগে ১৭(সতের) জন দক্ষ শিক্ষক/শিক্ষিকা মন্ডলী কর্তৃক পাঠদান করা হচ্ছে। সবাই প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষক/শিক্ষিকা। ১৯১৯ সাল থেকে বিদ্যালয়টি জুনিয়ার হাই স্কুল হিসেবে এম, পি ও ভুক্ত। জুনিয়ার হাই স্কুলের ক্যাটাগরি মোতাবেক ৯(নয়) জন সিনিয়র শিক্ষক ও ৫(পাঁচ) জন কর্মচারী এমপিও ভুক্ত হয়েছেন। বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিচালনা পরিষদের আবেদন অনুযায়ী ২৩২৩ সাল থেকে ৬ষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত ৫(পাঁচ) টি শাখা খোলার জন্য অনুমতি প্রদান করা হয়েছে। সরকার কর্তৃক বিদ্যালয়ে একটি দৃষ্টি নন্দন ভবন নির্মান করা হচ্ছে—যা শেষ পর্যায়ে আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ২ জনেই বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে আছেন। উভয়েই প্রশিক্ষন প্রাপ্ত, অভিজ্ঞ এবং দক্ষ। পুরোনো স্থাপনা ভেঙে নুতন ছয়তলা ভবন নির্মান করার কারনে শাখার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ২০২৪ শিক্ষাবর্ষ থেকে এ কার্যক্রম শুরু হবে । সরকার প্রদত্ত নতুন কারীকুলাম অনুযায়ী সকল শিক্ষক/শিক্ষিকা ট্রেনিং গ্রহন করে মান সম্মত পাঠদান করে যাচ্ছেন। বিদ্যালয় অচিরেই ঢাকা শহরের একটি মানসম্মত বিদ্যালয়ে রূপলাভ করবে। এ বিদ্যালয়ের এস এস সি সহ অন্যান্য যে সকল পাবলিক পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে— তার ফলাফল সন্তোসজনক। আমি পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে বিদ্যালয়টির উত্তোরত্তর উন্নিতি ও সফলতা কামনা করছি।