সভাপতির বানী
মিরপুর ৬নং সেকশনের ট-ব্লকে বসবাসকরেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং পাকিস্তান প্রত্যাগত সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের পরিবার । এ বøকের অধিকাংশ বসবাসকারী মুক্তমনা এবং শিক্ষার প্রতি বিশেষ অনুরাগী । সরকারী শুরুর প্রাথমিক পর্যায় থেকে আমি ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় এবং ইসলামিয়া হাই স্কুল গঠনে অর্থ ও শ্রম দিয়ে বিদ্যালয় পরিচালনা পরিযদের বিভিন্ন মেয়াদে ভিন্ন ভিন্ন পদবীতে সংযুক্ত থেকে ইসলামিয়া হাই স্কুল বিনির্মানে আত্মনিয়োগ করি । হাটি হাটি পা পা করে ইসলামিয়া হাই স্কুল এগুতে থাকে । ২০০১ সাল থেকে বিদ্যুৎসাহী সদস্য হিসাবে সভাপতি নির্বাচিত হয়ে ২০০৯ সাল পর্যন্ত তিন মেয়দে সভাপতি নির্বাচিত হই ।এ সময়ে জুনিয়র হাই স্কুলের রেজিষ্ট্রেশন,নবম শ্রেনির পাঠদানসহ হাই স্কুলের স্বীকৃতি লাভ করে এবং বিদ্যালয়টি হাই স্কুল হিসাবে পূর্নতা লাভ করে । প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ভবন নির্মানে ও সংস্কারে জনপ্রতিনিধি , সরকারী অনুদান সংগ্রহসহ নিজেও সাধ্যমত অনুদান প্রদান করে বিদ্যালয়ের কলেবর বৃদ্ধি করা হয়- যা মিরপুরে ইসলামিয়া হাই স্কুল স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হিসাবে প্রসিদ্ধি লাভ করে ।
প্রধান শিক্ষকের বানী
শিক্ষাই জাতির মেরুদন্ড । কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার । নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভ‚মিকা অনস্বীকার্য । প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয় । পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায় । শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরের মাধ্যমেই দেশের উন্নয়ন তরান্বিত হবে । এই ধারাকে অব্যাহত রাখতে ইসলামিয়া হাইস্কুল মান সম্মত শিক্ষাদানের মাধ্যমে ছাত্র/ছাত্রী তৈরী করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে । আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে স্কুলের যাবতীয় তথ্য শিক্ষার্থী , শিক্ষক ও অভিভাবদের কাছে দ্রত পৌছে যাবে ।
পরিশেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা , মাউশি ও শিক্ষামন্ত্রনালয় কর্তৃক স্বীকৃত মিরপুর ইসলামিয়া হাই স্কুলের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করছি ।